রাজশাহী বিভাগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের আয়োজনে অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান

,চাঁপাইনবাবগঞ্জঃ দরিদ্র ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব। (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টাই চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ন কবীর খোন্দকার। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সভাপতি এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও অদম্য মেধাবী শিক্ষার্থীরা। এসময় ৩৩ জন দরিদ্র ও অদম্য  মেধাবী শিক্ষার্থীদের এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়। আগামীতেও এই মেধাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সভাপতি এ জেড এম নূরুল হক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button