জাতীয়

ঢাকা টাইমসের মির্জাপুর প্রতিনিধি করোনায় আক্রান্ত

ঢাকা টাইমসের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই উপজেলায় আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ১৪ জনের করোনা শনাক্ত হলো।

অন্যরা হলেন- মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের দুইজন নিরাপত্তা কর্মী এবং উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডের বাসিন্দা এক কিশোর (১৪)।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করেন। তাদের নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে বৃহস্পতিবার আইইডিসিআর থেকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই চারজনের করোনা পজেটিভ আসে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে কিশোর যে ভবনে থাকে- সেই ভবন, সংবাদকর্মীর বাড়িসহ তার আশেপাশের ২৫টি বাড়ি ও দুই সরকারি কর্মচারীরা যে দুইটি ভবনে থাকেন- তা লকডাউন করা হয়েছে। তারা চারজনই নিজেদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এর আগে মির্জাপুরে এক নারী ও এক কিশোরসহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে আক্রান্ত নারী রেনু বেগম (৫৫) মারা গেছেন। অন্য আক্রান্তদের মধ্যে এক স্বাস্থ্যকর্মী, এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার ও এক কিশোর তাদের নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতাকর্মীসহ চারজন টাঙ্গাইলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দুইজন উপজেলার ভাওড়া গ্রামের অখিল চন্দ্র সরকার ও সাটিয়াচড়া গ্রামের আনন্দ রাজবংশী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button