জাতীয়

উবারের পর এবার সিএনজি ধর্মঘট ৭২ ঘণ্টার

ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৫-১৭ অক্টোবর) টানা ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

পিন্টু অভিযোগ করেন, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। কিন্তু গ্যাসের মূল্য চার দফা বৃদ্ধি পেলেও তাঁদের মিটারের ভাড়ার মূল্য বাড়েনি। তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলোর মধ্যে রয়েছে-রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়িগুলোর তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা; প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা করা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button