রাজশাহী বিভাগ

বগুড়ার শেরপুর থানার দলিল গ্রাম থেকে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ ০১.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার  শেরপুর থানার দলিল গ্রামসস্থ এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আঃ আজিজ (৪৫),পিতা মোঃ আলতাব ফকির, সাং-দলিল, থানা-শেরপুর জেলা-বগুড়া।
র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানধীন দলিল গ্রামে বিপুল পরিমান গাঁজা ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান  চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল ও ০১ টি সিমকার্ড সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button