আন্তর্জাতিক

১০১ কোটি টাকা খরচ করে একটি আসনও জিতলেন না তিনি

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে শত কোটিরও বেশি টাকা খরচ করে একটি আসনও জিততে পারলেন না দেশটির ধনকুবের ব্যবসায়ী ক্লাইভ পামার।

শনিবার দেশটিতে ৪৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, নির্বাচনে পামারের ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি-ইউএপি একটা আসনও জিততে পারেনি। অথচ নির্বাচনী প্রচারণায় তিনি খরচ করেছিলেন ১.২০ কোটি ডলার ( বাংলাদেশি মুদ্রায় ১০১ কোটি ২৬ লাখ টাকা)।

প্রতিটি আসনের জন্যই প্রার্থী দাঁড় করিয়েছিলেন এই ধনকুবের। সেই সঙ্গে যোগান দিয়েছিলেন প্রয়োজনীয় অর্থও। অথচ নির্বাচনে মাত্র ৩.৪% ভোট পেয়েছে তার দল।

এমনকি নিজের ঘাঁটি কুইন্সল্যান্ডে বিরোধী নেতা বিল শর্টেনের উদ্দেশে একের পর এক নেতিবাচক প্রচার করেও হেরেছে ইউএপি। ২০১৮ সালে নির্বাচনী প্রচার শুরু করেন পামার। এরপর থেকেই ইউএপি’র হলুদ রঙের বিলবোর্ডে ঢেকে যায় সিডনি ও ব্রিসবেন শহর। ২০১৩ সালের পরে এই নির্বাচনের মাধ্যমে আবার পার্লামেন্টে ফিরতে চেষ্টা করেছিলেন পামার। কিন্তু অর্থ খরচ করেও ব্যর্থ হলেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button