সারাদেশ

করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার উদ্ভাবন করলো বশেমুরবিপ্রবি রসায়ন বিভাগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্ররা উদ্ভাবন করলো করোনা জীবানু প্রতিরোধকারী হাতে ব্যবহারযোগ্য স্যানিটাইজার। এই টিমের নেতৃত্ব দেন রসায়ন বিভাগের লেকচারার মতিয়ার রহমান স্যার।তিনি জানান,বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে দাড়ালে তারা এ ব্যাপারে আরো অগ্রসর হতে পারবেন।

রসায়ন বিভাগের ছাত্ররা জানান,৯৬% মিথাইল,হাইড্রঅক্সাইড এবং গ্লিসারিনের সংমিশ্রণে তারা এই স্যানিটাইজার তৈরি করেন।এর কোনো উপাদানই ক্ষতিকারক নয় এবং গ্লিসারিন ত্বকের মসৃণতা দূর করবে।এটি অত্যন্ত সক্রিয়ভাবে জীবানু ধ্বংস করবে বলে তারা আশাবাদী।

এই হ্যান্ড স্যানিটাইজার করোনা জীবানু থেকে মানুষকে প্রটেক্ট করবে বলে রসায়ন বিভাগ সূত্রে জানা যায়।গণমাধ্যমকে এ ব্যাপারে মতিয়ার রহমান বলেন,এটি সাধারন স্যানিটাইজার থেকে কয়েকগুন শক্তিশালী ও দ্রুতই জীবানুনাশ করবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button