রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে নিয়মিত আদালত চালুর দাবীতে আইনজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনের সামনে জজ কোর্ট-ডিসি অফিস সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. সোলায়মান আলী, অ্যাড. সায়ের উদ্দিন, অ্যাড. মোখলেছুর রহমান, অ্যাড. সহিরুজ্জামান সাজু, অ্যাড প্রদীপ কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলায় গুটিকয়েক আইনজীবীর জীবন-জীবিকা চলছে। এর বাইরে জেলার প্রায় দু’শতাধিক আইনজীবী কর্মহীন হয়ে পড়েছে; বিচার প্রার্থীরা বিড়ম্বনার শিকার হচ্ছে এবং মামলা জট সৃষ্টি হয়েছে। তারা বলেন, নিয়মিত আদালত চালু হলে সামাজিক ও স্বাস্থ্যবিধি মেনে সকলে কাজ করবে। এর আগে জজকোর্ট আদালত চত্বর থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনকারীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button