জাতীয়

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার ফাইটার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ৯টা ১২ মিনিটে এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ এমএল মর্নিং বার্ড। এতে প্রাণ হারান ৩২ জন যাত্রী।
নিহতদের বেশির ভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে সব ক’টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ দুর্ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদফতর। ময়ূর-২ লঞ্চটিকে জব্দ করা হয়েছে। লঞ্চের সারেং পালিয়ে গেছেন।
এ ঘটনায় মঙ্গলবার নৌ-আদালতে মামলা দায়েরের কথা রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button