রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে ভুয়া ট্রাফিক সার্জেন্ট আটক

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী শহরের মানিকের মোড় এলাকা থেকে পিয়াল (২৫) নামের এক ভুয়া ট্রাফিক পুলিশের সার্জেন্টকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে তাকে আটক করা হয়। তার বাড়ি শহরের বাড়াইপাড়া এলাকায়।
জানা যায়, উল্লেখিত এলাকার সফিকুল ইসলামের ছেলে পিয়াল নিজেকে নীলফামারীর ট্রাফিক সার্জন বরকত পরিচয় দিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র যাচাই করতে চায়। কাগজপত্র দেখাতে না পারায় তাদের ছেড়ে দেয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে জনৈক এক ব্যক্তি ঘটনাটি বুঝতে পেরে প্রকৃত ট্রাফিক সার্জেন্ট বরকতকে মোবাইলে ঘটনাটি জানায়। বিষয়টি জানা মাত্র আসল ট্রাফিক সার্জেন্ট বরকত নীলফামারী থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। তাৎক্ষনিক ভাবে শহরের মানিক মোড়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পিয়ালকে আটক করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ কেএম, আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভূয়া ওই ট্রাফিক সার্জেন্টকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়। তাদেরকেও চিহিৃত করে আটকের চেষ্টা চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button