শিক্ষাঙ্গন

বশেমুরবিপ্রবিতে আন্দোলনের মাঝেও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলমান আন্দোলনের মাঝেই কেক কেটে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, এ বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ বিশ্ববিদ্যালয় নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে;অতীতের ষড়যন্ত্র যেমন তিনি রুখে দিয়েছেন, এবারও তিনি ভিসি নাসিরকে সরিয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনবেন।

যদিও বঙ্গবন্ধুর নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর প্রশাসনিকভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়ে থাকলেও এ বছর এমন কোনো নোটিশ দেওয়া হইনি। আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এ আয়োজন করে। একইসঙ্গে আজ বিকাল ৫টায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, নারী-কেলেংকারিসহ বিভিন্ন অভিযোগে বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলন ১০তম দিনের মতো চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button