রাজশাহী বিভাগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ চার শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে ৬ই সেপ্টেম্বর ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চার শীর্ষ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাপাইনবাবগঞ্জ, রাজশাহী। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে রবিবার  ভোর সোয়া পাঁচটার দিকে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার সদর থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া দ্বোতলা মসজিদের পূর্ব্পার্শ্বে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে সনি জনি পরিবহন, ভাই ভাই স্পেশাল পরিবহ এবং এসআর ট্রাভেলস পরিবহন (Sany Jany Paribahan, Vai Vai Special Paribahan Ges SR-Travels Paribahan) তল্লাসি করার সময় ১৩কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চার শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেন বলে র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ঠকঠকি গ্রামের মৃত বিচারত আলীর ছেলে মোঃ কেতাউর রহমান(২৫) ও মোঃ দবিউর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭), পারচৌকা গ্রামের মৃত মিঠুন আলীর ছেলে মোঃ ফিরোজ (৩০) এবং রাঘববাটি পারচৌকা গ্রামের মৃত আব্দুল হান্নান’র ছেলে মোঃ ইউসুফ (২৫)কে ১৩কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় চারটি মোবাইল ফোন, ছয়টি সীমকার্ড, মেমোরি কার্ড তিনটি এবং নগদ ৩হাজার ২ শত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধিন বলে র‌্যাব-৫ সূত্রে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button