রংপুর বিভাগ

উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ৫ তলা বয়েজ হোস্টেলের ভিত্তি স্থাপন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সরকারি ডিগ্রি কলেজের ৫ তলা বিশিষ্ট বয়েজ হোস্টেলের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে কলেজ চত্বরে ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও পুর্ণবাসন সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, সহ-প্রচার সম্পাদক প্রভাষক শাহীনুর আলমগীর, পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সমীর কুমার সরকার খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা বাবলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ৫ তলা বিশিষ্ট বয়েজ হোস্টেলের নির্মান ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৯ টাকা।
এছাড়া বৃহস্পতিবার (০৪জুন) উপজেলার দিঘল মালতিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন ও গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২ তলা ভবনের ভিত্তি প্রস্তার স্থাপন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button