চট্টগ্রাম বিভাগসারাদেশ

লোহাগাড়া থানার দুই এসআইসহ ৪ পুলিশ করোনায় আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের দুইজন সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলসহ ৪ পুলিশ সদস্য নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে লোহাগাড়া থানার ৪ পুলিশ সদস্যের করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়।
লোহাগাড়ায় এ পর্যন্ত ৬ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন। এদের মধ্যে উপ-পরিদর্শক দুলাল বাড়ৈ ইতোমধ্যে করোনা জয় করে কাজে যোগ দিয়েছেন।

লোহাগাড়া থানা পুলিশের নতুন ৪ করোনাক্রান্ত সদস্যরা হলেন- এসআই পার্থ সারথি হাওলাদার, এসআই নুরুন্নবী, কনস্টেবল বাছির উদ্দিন ও বেতার কনস্টেবল জুনাইদ উদ্দিন। কনস্টেবল কালো বরণ চাকমার দ্বিতীয়বার করোনা পরীক্ষায়ও রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে লোহাগাড়ায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪০ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button