রংপুর বিভাগসারাদেশ

আইসোলেশনে থাকা রোগীদের ফল উপহার দিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে আইসোলেশনে থাকা করোনা রোগীদের মৌসুমী ফল উপহার দিলেন সাবেক মন্ত্রী ও বর্তমান সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।
আজ হাসপাতাল চত্বরে এমপির পক্ষে সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মনের হাতে ওই ফল হস্তান্তর করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা: মমতাজুল ইসলাম মিন্টু। ওই ফলগুলোর মধ্যে ছিল ২০ কেজি আনারস, ১০ কেজি মালটা,৩ কেজি আপেল এবং ১০০ টি লেবু।
হাসপাতাল সূত্র জানা যায়, এমপি আসাদুজ্জামান করোনাকালীন অন্যান্য কর্মসূচির মধ্যে আইসোলেশনে থাকা রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধির জন্য প্রতিসপ্তাহে তিনি ফল বিতরণ করবেন।
এ ব্যাপারে সিভিল সার্জন বলেন, এমপি মহোদয়ের দেয়া ফল সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ফল ১৭ জন করোনা রোগীদের হাতে তুলে দেয়া হয়েছে। এতে রোগীদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মেসবাহুল হাসান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ, জেলা উদীচী শিল্পি গোষ্ঠীর সভাপতি মনছুর ফকিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button