রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাট সীমান্তে ৪ শ ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের আওতাধীন কালুপাড়া ক্যাম্পের   নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের প্রেক্ষিতে আন্তর্জাতিক সীমানার ২৭১ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ বাংলাদেশ সিমানায় সঙ্গীয় ফোর্স নিয়ে ২ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে  ৪৮৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার  করে। নায়েক সুবেদার আলমগীর হোসেন জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, মাদক নির্মুলে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি বলেন, ‘নিয়মিত অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা এসব ভারতীয় ফেন্সিডিল আটক করছে। মাদকের জিরো টলারেন্সের জন্য আমাদের অভিযান আরো জোরদার হবে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button