সারাদেশ

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, ৫টি বাড়ি লকডাউন

টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান।

তিনি টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা আমিন বাজার এলাকার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সদস্য ছিলেন।

এ ঘটনার পর ওই বাড়িটিসহ আশ পাশের মোট ৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত জানায়, কয়েকদিন ধরে তিনি ঠান্ডা জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি তার হাপানির সমস্যা ছিলো৷ হঠাৎ করে আজ রাতে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রেফার করেন কর্ত্যবরত চিকিৎসক। পরে এম্বুলেন্স উঠানোর সময়ই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনার পর ওই বাড়িসহ আশপাশের মোট ৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে রিপোর্ট আসার পর বোঝা যাবে সে করোনা পজিটিভ নাকি নেগেটিভ ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button