সারাদেশ

রাণীশংকৈলে স্বর্ণ কিশোর-কিশোরী সমাবেশ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্বর্ণ কিশোর কিশোরী সমাবেশ ২০১৯ খ্রি: অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল স্বর্ণ কিশোর কিশোরী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম. কামরুজ্জামান সেলিম। প্রধান আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন- চেয়ারম্যান ও সিইও, স্বর্ণ কিশোর কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন বাংলাদেশ ফারজানা ব্রাউনিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-এডিসি রাজস্ব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাধারণ সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, উপজেলা স্বর্ণ কিশোর কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন লিডার সুমাইয়া তাসনিম সিথি, জেলা স্বর্ণ কিশোর লিডার লুমিন আতেফ প্রমুখ। সমাবেশে বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫টি স্কুলের স্বর্ণ কিশোর কিশোরীদের মাঝে শপথ বাক্য পাঠ শেষে লুমিন আতেফ কে স্বর্ণ ম্যাডেল ও সনদ প্রদান করেন এবং রাণীশংকৈল উপজেলাকে তৃতীয় স্বর্ণ কিশোর-কিশোরী উপজেলা হিসেবে ঘোষনা করেন ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-গাইবান্ধা জেলা স্বর্ণ কিশোরী রওনক তাবাসসুম ছুটি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button