রাজশাহী বিভাগসারাদেশ

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালিত

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে।এ উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমানের আয়োজনে দোয়া,  মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুরে বড়াইগ্রাম  উপজেলা পরিষদ হল রুমে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আওয়ামীলীগের ১০ নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সোবাহান প্রাং , বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম ,৫নং মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ,বড়ইগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ বারী মজুমদার ,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,  জোয়ারী ১নং ইউপি সদস্য  ডাঃ ফেরদৌস উল আলম, জয় বাংলা সামাজিক আনন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক জাকির সরকার সহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।
এ সময় ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন সারাবিশ্ব করোনা মহামারীতে বিপর্যস্ত।
করোনা মহামারি থেকে দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button