জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

জননিরাপত্তার নামে জন হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি নামের একটি সংগঠন। সোমবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতাবিরোধী কালো আইন, জননিরাপত্তার নামে জনহয়রানিমূলক আইন। মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কালো আইনের ধারায় গ্রেফতার করা হচ্ছে।

বক্তারা এ ধরনের হয়রানির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তির জোর দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আয়োজক সংগঠনের সদস্য গোলাম ফারুক মজনু, আসিফ সালমান, নাহিদ রহমান পুতুল প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button