ময়মনসিংহ বিভাগসারাদেশ

ধোবাউড়ায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিএনপির ত্রান সামগ্রী বিতরণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ৩ আগস্ট ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করেন। হারিয়াডুবি নদীতে পাহাড়ী ঢলে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। ঘুঙ্গিয়াজুরী, মদনপুর, দেওমা টেগরিয়া, কাটাখালী, গোয়াতলা ইউনিয়নের জিরাখালী গ্রামে ত্রান বিতরণকালে তিনি বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রান দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পানির ঢলে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মানুষের ঘর বাড়ি, জমি জমা ডুবে গেছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। তিনি বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত ত্রান দেয়া এবং পরবর্তিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পূর্ণনিমার্ণ ও কৃষি পুনর্বাসেেনর জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং বন্যার সময় মানুষের পাশে দাড়িয়েছে। বিএনপি জনগনের জন্য রাজনীতি করে বলেই ১২ বছর ক্ষমতার বাইরে থাকলেও সাধ্যমত জনগণকে সহযোগিতা করছে। এর আগে তিনি ধোবাউড়া উপজেলার দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের পুটিমারী বাজারে গণসংযোগ করে জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রতি টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। এসময় উপজেলা সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা কাশেম ডলার, আবুল হাশিম, গাজীউল ইসলাম, হুমায়ুন সরকার, নয়ন মন্ডল, সোলায়মান সরকার,আমিনুল ইসলাম,ফরহাদ আল রাজী,ইমরান হোসেন, রফিকুল ইসলাম,ফারুক হোসেন,আলী হোসেন,হাসান শাহ,মাসুদ চৌধুরি, আক্কাস আলী, নয়ন মিয়া, আবদুস সাত্তার, বাবুল মিয়া, দুলাল মিয়া, ছাত্র নেতা সাইফুল ইসলাম পলাশ, জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button