জাতীয়

করোনা : এমপি ফজলে করিম চৌধুরীর অবস্থার অবনতি

করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতির সোমবার (১৭ আগস্ট) করোনার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন এমপি’র ছেলে ফারাজ করিম চৌধুরী। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমপি’র ছেলে ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাবা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার করোনার চিকিৎসা শুরু হতে যাচ্ছে। তিনি সবাfর কাছে দোয়া চেয়েছেন। করোনা ভয়াবহ কোনো রোগ না হলেও বাবার হার্টে ব্লক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় এবং বয়সের কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ইচ্ছা করলে নিশ্চয়ই আমার বাবার তেমন কিছু হবে না এবং তিনি আবারো আমাদের সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button