সারাদেশ

খানসামায় বসত বাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় রান্না ঘরের চুলার আগুনে ৭টি কৃষক পরিবারের উৎপাদিত ফসলসহ ঘর-বাড়ি পুড়ে ছাই হয়েছে। ছাগল ও মালামালসহ অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার মত।
বুধবার দিবাগত রাত প্রায় ৭টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নাঠু পাড়ায় এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, ওই পাড়ার হাফিজুল ইসলামের ছেলে ফজর আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে কৃষক হাফিজুল ইসলামের ও তার ছেলেদের ঘর-বাড়িসহ, আব্বাস আলীর ঘর-বাড়ি, উৎপাদিত রসুন, ভুট্টা, পেঁয়াজ, আসবাবপত্র ও মালামাল, আইনুল হকের নগদ ২ লাখ টাকা এবং প্রতিবেশী রসুন ব্যবসায়ী নুরজামানের ঘরের ছাদে থাকা রসুন আগুনে পুড়ে গেছে। এতে ৭টি পরিবারে নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রথমে স্থানীয় লোকজন ও পরে খানসামা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকে ত্রাণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button