সারাদেশ

কাউখালীতে গুরুত্বপূর্ণ ২২ টি পদই ভারপ্রাপ্তে ভারাক্রান্ত!!

রেদোয়ান হোসেন , কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসারসহ গুরুত্বপূর্ণ ২২ টি পদই খালি রয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান গত ০৫ আগষ্ট তারিখ বরিশালের গৌরনদীতে বদলী হয়ে যাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্তদের দিয়ে চলছে এসব দপ্তরের কাজ। ভূক্তভোগীসহ সংশ্লিষ্টদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্রশাসনিক কাজে দেখা দিয়েছে চরম অস্থিরতা। উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী সরকারী কলেজের (প্রস্তাবিত) অধ্যক্ষ, সরকারী এসবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাণী সম্পদ কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, বন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬টি মেডিকেল অফিসারের পদসহ এইসব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজকর্ম চলছে ভারপ্রাপ্ত ও পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে। এর ফলে সংশ্লিষ্ট দপ্তরে কাজের জন্য জনসাধারণ কাঙ্খিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিঞা মনু বলেন, কাউখালী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো শূণ্য থাকায় দৈনন্দিন কাজে কিছুটা বিঘ্ন ঘটছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button