খুলনা বিভাগসারাদেশ

কেশবপুরে সরকারি রাস্তার উপর পাকা ঘর নির্মান

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর কেশবপুরে সরকারি রাস্তার উপর পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। জানাগেছে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতীখোলা গ্রামের কেষ্ট দাসের পুত্র আনন্দ দাস জোর পূর্বক সরকারি রাস্তার উপর পাকা বাড়ি নির্মান করে। বাড়ি নির্মান কালিন সময়ে এলাকাবাসি সরকারি রাস্তার উপর বাড়ি নির্মান করাকে বাঁধা প্রদান করে বাঁধা প্রদান করলে তিনি বলেন আমরা সরকারের সাথে বুঝব এই হিসাব কোন জনগণকে দেব না।  এই রাস্তাটি দিয়ে হাঁড়িয়াঘোপ কৃষ্নগর এর হাজার হাজার লোকজন সকাল সন্ধ্যা যাতায়াত করে। জুররী প্রয়োজনে যদি কেউ অসুহস্থ হয় তাহলে এম্বুলেন্স ঢোকার মত পথও নেই এই রাস্তার প্রবেশ মুখে জিম্মি হয়ে পড়েছে প্রায় হাজার হাজার মানুষ। নির্ভরযোগ্য সূত্র থেকে জানাজাই এই সরকারি রাস্তাটি অনেক আগে থেকে জবরদখল করে পাকা ঘর নির্মান করার জন্য এলাকার বিভিন্ন মাতব্বরদের বাড়ি যাতায়াত করত এবং তাদের সাথে বিভিন্ন রকম ফদ্ধি ফিকিরি করে । এক পর্যায়ে সে কাউকে তোয়াক্কা না করে চলতি বছরের জুলাই মাসে বাড়ি নির্মানের কাজ শুরু করে। এ সময় স্থানিয় ইউ,পি সদস্য কালাম পাটোয়ারি আন্দ দাস কে ঘর নির্মানে নিষেধ করলেও সে নিষেধ অমান্য করে ঘর নির্মান করে। এ বিষয়টি  নিয়ে চলতি মাসে উপজেলার সার্বেয়ার সরেজমিনে তদন্তে এসে বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে উপজেলা সার্বেয়ারের কাছে জানার জন্য তার ব্যবহারিত মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরকারি রাস্তার উপর ঘর নির্মানের বিষয়টা আনন্দ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছু জানিনা লোকজনে বলছে। এলাকার সুশিল সমাজ ও সচেতন মহলের দাবি সরকারি এই রাস্তাটি পুনরুদ্ধার করে জনসাধারণের যাতায়াতের জন্য সুগম করা হোক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button