সারাদেশ

শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। গতকাল সোমবার (৩০ মার্চ) সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর (ফায়ার সার্ভিস অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ট্রাক চালকের নাম মো. রিপন হোসেন (২৯)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার চাকিতিয়া গ্রামের সুলতান হোসেনের ছেলে। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ঢাকা থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাক উক্ত স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বনশ্রী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। এছাড়া বাসের চালক-হেলপার ও ট্রাকের হেলপারও গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরমধ্যে ট্রাক চালক রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হলে যাওয়ার পথেই মারা যান তিনি। এছাড়া দুর্ঘটনায় আহত বাসের চালক, হেলপার ও ট্রাকের হেলপার বর্তমানে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button