জাতীয়

করোনা: জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।

শুক্রবার ২০ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে এই চিড়িয়াখানা বন্ধ থাকবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত ২০ জনের এ ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। জনসমাগমে এ রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে বলে সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছে সরকার।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব  ক্লাব ও সিনেমা হল ।

দেশের কোনো প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে ২ এপ্রিল পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। পর্যটন কেন্দ্রে যেতেও পর্যটকদের নিষেধ করা হচ্ছে।

এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয় জেলা প্রশাসন।

মহামারীর আকারে ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button