খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করল আয়ারল্যান্ড। ওমানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল আইরিশরা। এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত করে পাপুয়া নিউ গিনি।

গতকাল রবিবার আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ওমান ও আয়ারল্যান্ড। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলতে সক্ষম হয় ওমান। ফলে ১৪ রানে জয় পায় আয়ারল্যান্ড। সেইসঙ্গে  বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

চলমান টুর্নামেন্টে এখনো দুইটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। আগামী শুক্রবার সেমিফাইনালে লড়বে আইরিশরা।

উল্লেখ্য, ১৬ দলের অংশগ্রহণে হবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। র‍্যাঙ্কিংয়ের প্রথম ১০টি দল এই বিশ্বকাপের প্রথম রাউন্ডে সরাসরি খেলতে পারলেও বাকি ছয়টি দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। এই ছয় দলকে আবার র‍্যাঙ্কিংয়ের সেরা দশের শেষ দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে লড়তে হবে। এরপরে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডের খেলা। এ রাউন্ডের খেলা চলবে আগামী বছরের ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে দুইটি করে চারটি দল যোগ দেবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের সাথে সুপার ১২ স্টেজে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button