রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে টুং টাং শব্দে মুখরিত কামারপট্টি

নীলফমারী জেলা প্রতিনিধি: ক’দিন পরেই কোরবানির ঈদ। বছর ঘুরে আসা ঈদ -উল -আযহাকে কে ঘিরে চারিদিকে আনন্দ- উৎসব ও কোরবানীর পশু কেনার ধুম পড়ে। বর্তমান করোনা পরিস্থিতিতেও ঈদের প্রস্তুতি স্বরূপ মানুষকে কামারশালার দিকে ছুটতে দেখা যাচ্ছে। তাই কোরবানির ঈদকে সামনে রেখে সৈয়দপুর ১নং রেলগুমটি সংলগ্ন রেল লাইনের পাশে টুং টাং শব্দে ব্যস্ত হয়ে পড়েছেন কামার শিল্পীরা। তারা আশা করছেন ঈদ যত ঘনিয়ে আসবে তত বেশী ক্রেতা সাধারণের ভিরে মুখরিত হয়ে উঠবে কামার পাড়ার দোকানগুলো।

কামার শিল্প পল্লী সুত্রে জানা যায়, বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানির ঈদের আগে কামার শিল্পীদের কাজের চাপ অনেকটা বেড়ে যায়। সেই সাথে তাদের আয় -রোজগারও বাড়ে। মামুন নামে এক কামার শিল্পী বলেন, এ সময় কোরবানির আনুসানাঙ্গিক হাতিয়ার দা, বটি, চাপাতি, ছুড়িসহ ধারালো অস্ত্র বানাতে ব্যস্ত সময় পাড় করছেন তারা। আগে কামার শিল্পীদের অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়ের। তবে এখন এ পেশার সাথে অধিকাংশ মুসলমানরাই জড়িত। তাদের অনেকেরই পৈতৃক সূত্রে পাওয়া এ পেশা।

সারাবছর তেমন কাজ না থাকায় কামার শিল্পীরা অপেক্ষায় থাকেন মুসলমানদের এ ধর্মীয় উৎসবের। কোরবানীর ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বেচা-বিক্রিও বাড়ে। জিলকদ নামের আরেক কামার শিল্পী বলেন, এ শিল্পে প্রয়োজনীয় জ্বালানী কয়লা ও লোহার দাম বাড়লেও সে তুলনায় উৎপাদিত পন্যের দাম বাড়েনি। ফলে আর্থিকভাবে তেমন লাভবান হচ্ছেন না কামার শিল্পীরা। যার কারনে বাধ্য হয়ে অনেকেই পৈতৃক এ পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button