সারাদেশ

‘যৌন আক্রমণ আর না’ শ্লোগানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি॥‘যৌন আক্রমণ আর না’ শ্লোগানে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউ-েশনের সহযোগিতায় কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউএসএস ও পল্লীশ্রী।
এসময় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরমের জেলা সভাপতি সরওয়ার মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নারী ও শিশু বিষয়ক দপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, টিআইবির এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, নীলফামারী পৌরসভার কাউন্সিলর নূরনাহার বেগম, নারী যোগাযোগ কেন্দ্রের অহবায়ক ফরিদা খানম, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী শামিমা পপি, সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী শাহনাজ বেগম, সমন্বয়কারী সালমা আক্তার প্রমূখ।
বক্তারা নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ঘৃণ্য এসব কাজের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button