রংপুর বিভাগসারাদেশ

ডিমলায় পুলিশের সহায়তায় ৪ মাসের শিশু ফিরে পেল মায়ের কোল

নীলফামারী জেলা প্রতিনিধি: শিশুর সবচেয়ে নিরাপদ এবং সুখের স্থান হচ্ছে মায়ের কোল। কিন্তু নীলফামারীর ডিমলায় পাষান্ড এক পিতা ৪ মাসের দুধের শিশু মিয়াদকে তার মায়ের কোল থেকে কেড়ে নেয়। পরে পুলিশের একান্ত চেস্টা এবং সহায়তায় ওই শিশু ফিরে পেল তার মায়ের কোল।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় শিশুটিকে ওই পিতার কাছ থেকে নিয়ে মা মৌসুমীর কোলে ফিরিয়ে দেয়া হয়।
পুলিশ সূত্র ও ঘটনার বিবরণে জানা যায় প্রায় দেড় বছর আগে, উপজেলার নাউতারা ইউনিয়নের সোনামুনির ডাঙ্গা নিজপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে রহিদুল ইসলামের (২৮) সাথে সদর ইউনিয়নের সরদার হাট গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ওই শিশুর মায়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর গত ৪ মাস আগে তাদের সংসারে আলোকিত করে ফুটফুটে ওই পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু হঠাৎ গত সোমবার (১৫ জুন) স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায় স্বামী রহিদুল ইসলাম শিশু রিয়াদকে নিজের কাছে রেখে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই গৃহবধুর বাবার বাড়ির লোকজন এসে গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এদিকে গতকাল সন্ধ্যায় শিশুটিকে ফিরে পাওয়ার জন্য ওই গৃহবধু শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল ঘটনাটি অবগত হওয়ার পর এসআই উজ্জল শাহ ও এসআই জহুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারের পর থানায় গৃহবধুকে ডেকে শিশুটিকে তার কোলে তুলে দেন। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, ঘটনাটি জানার পরেই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করি এবং দুগ্ধ পানের শিশুটিকে তার বাবার কাছ থেকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button