সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন সাংসদ শিমুল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলা
মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদীতে মাছের পোনাসমূহ অবমুক্তকরণ কার্যক্রমের
উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ
শিমুল।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদের
একটি। সহজলভ্য ভাবে মাছে যে পরিমান আমিষ পাওয়া যায় অন্য খাদ্যে সে পরিমান
আমিষ সঠিকভাবে পাওয়া যায়না। আর তাই নদীমাতৃক এই বাংলাদেশে বাড়ির আশেপাশের
জলাশয়, পুকুর কিংবা নদীতে মাছের পোণা ধ্বংশ না করে কিংবা শত্রæতা করে একে
অন্যের পুকুরের মাছ বিষ দিয়ে না মেরে বরং মাছের বংশ বৃদ্ধিতে সহায়তা করতে
সকলের প্রতি উদাত্ত আহŸান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, পৌর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন
কুমার মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তাবৃন্দ ও
অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলার
পাঁচটি উম্মুক্ত জলাশয়, পুকুর এবং নদীতে বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছের
পোনা অবমুক্ত করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button