জাতীয়লিড নিউজস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১২১ জনে পৌঁছেছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ৪০টি মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে উল্লিখিত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৫৭২ জন। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ৪৩ জন কম। গত রবিবার সকাল ৮টা থেকে গত সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন আর ঢাকার বাইরে ৮২২ জন। চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৩৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৮৫৯ জন। আর বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৬ হাজার ৪৭০ জন।

আরও ৬ জনের মৃত্যু : আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে একজন স্কুলশিক্ষিকাও রয়েছেন।

বরগুনার আমতলী পৌরসভার একে হাই স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা যান। বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে সাহেব আলী (৩৫) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজবাড়ী সদর উপজেলার মাটিকান্দা এলাকার মনসের আলীর ছেলে সাহেব ঢাকায় রিকশা চালাতেন।

সোমবার গভীর রাতে শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুরাইয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার কামাল ঢালীর স্ত্রী সুরাইয়া ঢাকার হাটখোলা এলাকায় থাকতেন।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ডেঙ্গুর পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যানসারেও ভুগছিলেন।

কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার চালন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী বিলগাথুয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। চালন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ বছর বয়সী মোহাইমেন আহমেদ সামি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button