শিক্ষাঙ্গন

নারী শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কোরআন শেখার প্রথম স্কুল চালু করেছে মিসর

শ্রবণ প্রতিবন্ধী নারীদের জন্য ছবির সাহায্যে সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে প্রথম কুরআন শিক্ষার স্কুল চালু করেছে মিসর। যেসব নারীরা কানে শুনতে পায় না তাদের জন্য এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। মিসরের গর্ভরনেট প্রদেশের মিনিয়া শহরে এ স্কুলটি উদ্বোধন করা হয়েছে।-জাগো নিউজ

নিউজ সিনা ওয়েবসাইটের তথ্য মতে, গর্ভরনেট প্রদেশের রাজধানী মিনিয়া শহরের একটি মসজিদে শ্রবন প্রতিবন্ধী মেয়ে ও নারীদের জন্য সাংকেতিক ছবির মাধ্যমে বিশুদ্ধ কুরআন শেখার স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এ সাংকেতিক স্কুলে যারা কুরআন পড়তে পারে না তাদেরকে পড়া শেখানো হবে। যারা কুরআন হেফজ করতে চায় তাদের মুখস্ত করানো হবে। এ স্কুলেই ধর্মীয় শিক্ষাসহ প্রিয় নবির সীরাত, দোয়া ও ইসলামিক বিষয়াদি শেখানো হবে।

গভর্নরেট প্রদেশের মিনিয়া শহরে প্রতিষ্ঠিত কুরআন শিক্ষার স্কুলটি শ্রবন প্রতিবন্ধীদের জন্য প্রথম স্কুল। যেখানে বিশুদ্ধভাবে কুরআন ও ধর্মীয় শিক্ষা দেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button