আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

কাশ্মীরে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক কর্মকর্তা। শুক্রবার সন্ধ্যার দিকে অনন্তনাগ শহরে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ৩৩ বছর বয়সী এম অরবিন্দ নামে ওই পুলিশ কর্মকর্তা ৪০ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট ছিলেন। ২০১৪ সালে তিনি সিআরপিএফ-এ যোগদান করেন। আগস্ট মাসের ১৪ তারিখ ছুটি শেষে তিনি অনন্তনাগে তার ইউনিটে যোগ দেন। পরে আগস্টের ২০ তারিখে তার স্ত্রী অনন্তনাগে আসেন।

পুলিশ জানায়, অরবিন্দ তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ মনে করছে, দাম্পত্য কলহের কারণে অরবিন্দ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ আজ তার গ্রামের বাড়ি তামিল নাড়ুতে পাঠানো হবে।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রটাচ্ছেন, জীবনযাত্রার মান খারাপ হওয়ায় অরবিন্দ আত্মহত্যা করেছেন। আসলে এগুলো অসত্য। ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button