খেলা

খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট কোচ জেমি ডে

কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই প্রাথমিক দলে ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে ১৯ ফুটবলারকে নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে।

জানা গেছে, বাকি সাতজন উত্তর কোরিয়া এএফসি কাপের ফিরতি ম্যাচ খেলতে আবাহনীর সঙ্গে রওয়ানা
দিচ্ছেন। তারা ২৮ আগস্ট উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভের বিপক্ষে ম্যাচ খেলে ফিরে এসে ক্যাম্পে যোগ দেবেন।

গতকাল শনিবার জামাল ভূঁইয়াদের অনুশীলনের প্রথম দিন ছিল। অনুশীলনের প্রথম সেশনের পর কোচ জেমি ডে গণমাধ্যমকে বলেন, এটা আমার জন্য সন্তোষজনক যে খেলোয়াড়রা তাদের ফিটনেস ধরে রেখেছে। সবাই খুব ভালো অবস্থানে আছে। আশা করি ম্যাচের আগে তারা পরিপূর্ণভাবে তৈরি হতে পারবে। আগামী দুই সপ্তাহে তাদের আমি আরো শানিত করে তুলতে পারব। খেলোয়াড়রা আমার অনুপস্থিতিতেও যে হোম ওয়ার্ক করেছে তার প্রতিফলন দেখতে পেয়েছি প্রথম সেশনেই।

উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button