বিজ্ঞান ও প্রযুক্তি

তথ্য স্ক্যান করে ছবি খুঁজে দেবে গুগল ফটোজ

দ্রুত নির্দিষ্ট ছবির সন্ধান দিতে ফাইলের পাশাপাশি ছবিতে থাকা বিভিন্ন তথ্য স্ক্যান করবে গুগল ফটোজ। অর্থাৎ জন্মদিনের অনুষ্ঠানের ছবির সঠিক নাম উল্লেখ না করলেও যেসব ছবির ভেতরে ‘শুভ জন্মদিন’ শব্দ লেখা রয়েছে তা প্রদর্শন করবে গুগলের অনলাইন স্টোরেজ সেবাটি। চাইলে ছবির পেছনে থাকা ব্যানারের বিভিন্ন তথ্য কপি করে সংগ্রহও করা যাবে। ফলে প্রয়োজনের সময় দ্রুত ছবিগুলোর সন্ধান পাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী সময়ে ব্যবহারের সুযোগ মিলবে।

উল্লেখ্য, গত বছর প্রথম গুগল ফটোজে ‘সাজেস্টেড শেয়ারিং’ ফিচার চালু হয়। চেহারা শনাক্তকরণ প্রযুক্তি সুবিধার ফিচারটি ছবিতে থাকা ব্যক্তিদের চেহারা চিনে তাদের ই-মেইল ঠিকানা খুঁজে বের করতে পারে। এমনকি যাদের সঙ্গে নিয়মিত ছবি বিনিময় করা হয় তাদের ঠিকানাও দেখায়। ফলে ছবি পাঠানোর জন্য বন্ধুদের ই-মেইল ঠিকানা খোঁজার দরকার হয় না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button