শিক্ষাঙ্গন

বেরোবিতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দায়িত্বে পাঁচ শিক্ষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সহকারী প্রক্টর, সহকারী প্রাধ্যক্ষ ও সহকারী প্রশাসক হিসেবে পাঁচ শিক্ষককে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল।

সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাফিজ খাঁন রাকিব ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসকের দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সারোয়ার আহমাদ। তাদের এই নিয়োগ আদেশ ২৫ আগস্ট ২০১৯ তারিখ থেকে কার্যকর হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button