খেলা

জয়ের জন্য লড়ছে ইংল্যান্ড, প্রয়োজন ২০৩ রান

অ্যাশেজের তৃতীয় টেস্টে তৃতীয় দিন শেষে পরাজয় এড়াতে লড়ছে স্বাগতিক ইংল্যান্ড। চতুর্থ দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২০৩ রান। হাতে রয়েছে সাত উইকেট।

এর আগে ছয় উইকেটে ১৭১ রান নিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৫৩ রানে অপরাজিত থাকা ম্যারনুস ল্যাবুসচ্যাঙ্গনে ৮০ রান করে আউট হন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান রানের দেখা না পেলে দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৫৯ রান।

ইংল্যান্ডের বেন স্টোকস তিনটি, জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রড দুইটি এবং ক্রিস ওকস ও জ্যাক লিচ একটি করে উইকেট নেন।

এই টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন দুই ইংলিশ ওপেনার রুরি বার্নস ও জেসন রয়। এরপরে তৃতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েন অধিনায়ক জো রুট এবং জো ডেনলি। ৫৫ ওভার খেলে ১৩৮ রানের জুটি গড়েন তারা। এর মধ্যেই অর্ধশতক তুলে নেন দুজনেই। তবে ৫৯ ওভারে জশ হ্যাজালউডের বলে আউট হন ডানলি। আউট হওয়ার আগে তিনি করেন ১৫৫ বলে ৫০ রান।

এরপর দিনের বাকিটা সময় উইকেট না হারিয়ে পার করে দেন রুট ও বেন স্টোকস। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ১৫৬ রান। রুট ১৮৯ বলে ৭৫ ও স্টোকস ৫০ বলে ২ রান করে অপরাজিত আছেন।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অলআউট হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button