আন্তর্জাতিক

সেনা সুসজ্জিত ইরানে হামলা চালানোর সাহস কেউ পাবে না

প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের বিকল্প গ্রহণ করেছে এবং যুদ্ধের ময়দানে তাদের কাজ সম্পাদনের জন্য প্রস্তুত রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। রবিবার (২৫ আগস্ট) ইরানি সেনা সমন্বয়ের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি এ কথা জানান।

তেহরানের আর্মি একাডেমিতে (ড্যাফোস) আয়োজিত এক অনুষ্ঠানে সায়ারি বলেন, সেনা সুসজ্জিত হওয়ায় আজ আর কেউ ইরানে হামলা চালানোর সাহস করে না।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি কর্তৃক উন্মোচিত বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সায়ারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ইরানি বিশেষজ্ঞদের দক্ষতার সাথে দেশেই তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্র।

কর্মকর্তাদের মতে, ২০০ কিলোমিটার পরিসীমা এবং ২৭ কিলোমিটার উচ্চতার সক্ষম বাভার-৩৭৩ রাশিয়ার এস-৩০০ এর চেয়ে শক্তিশালী এবং এটা অনেকটা রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতোই। দেশটির রাষ্ট্রপতি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার পরে, বাভার-৩৭৩, ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button