দুর্যোগসারাদেশ

সোনামসজিদ ও বারোঘরিয়ায় মাদকসহ যাত্রী আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এবং সদর
উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের মহানন্দা চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান
পরিচালনা করে মোট ১১৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় মাদক বহনের দায়ে ১ যুবককে আটক
করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর
মির্জা মাঝহারুল ইসলাম ফেনসিডিলসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে রোববার
রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যম জানিয়েছেন, জেলার
সীমান্তবর্তী সোনামসজিদ এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীদের বাংলাদেশের
অভ্যন্তরে চোরাইপথে অবৈধভাবে মাদকদ্রব্য প্রবেশের নিজস্ব গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে রোববার বিকাল ৫টায় ব্যাটালিয়নের অধিনস্থ সোনামসজিদ বিওপির টহল
হাবিলদার মো. ইকবাল হোসেনের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস
হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল
ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া
প্লাষ্টিক ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৫শত টাকা মূল্যের ৬৫ বোতল আমদানী
নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

এদিকে অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের
মহানন্দা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ বোতল আমদানী নিষিদ্ধ
ভারতীয় মাদক ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ বিষয়ে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সদর উপজেলার মহানন্দা
নদীর ওপরে অবস্থিত বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর অপর প্রান্তে বারোঘরিয়া
মহানন্দা চেকপোস্ট দিয়ে চোরাইপথে মাদকদ্রব্য পাচারের নিজস্ব গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টায় নায়েক মো. নেজামুল হকের
নেতৃত্বাধীন একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জেলার শিবগঞ্জ
উপজেলার কানসাট থেকে ছেড়ে আসা পাবনাগামী বিআরটিসি বাস তল্লাশী করে
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পুর এলাকার মতিউর রহমানের ছেলে
মো. জালাল উদ্দিন (২৫) কে ২টি ট্রাভেল ব্যাগসহ সন্দেহভাজনভাবে আটক করা
হয়। পরে তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩৩ হাজার ৬ শত টাকা
মূল্যের ৪৮ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। মালামালসহ
ধৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button