জাতীয়লিড নিউজ

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আর সিআইডির নতুন প্রধান হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া এসবিতে দায়িত্বরত উপপুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব পেয়েছেন।

নতুন ডিএমপি কমিশনার ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেওয়া শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়।

নতুন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button