বিজ্ঞান ও প্রযুক্তি

ইউনিমার্টে পাওয়া যাচ্ছে স্যামসাং স্মার্টফোন

ক্রেতাদের কথা বিবেচনা করে দারুণ এক উদ্যোগ নিয়েছে স্যামসাং বাংলাদেশ ও ইউনিমার্ট। আজ থেকে অন্যান্য পণ্যের সঙ্গে স্যামসাংয়ের স্মার্টফোনগুলোও পাওয়া যাচ্ছে ইউনিমার্টে।

ইউনিমার্টের ভেতরে স্যামসাং দুইজন বিক্রয় প্রতিনিধিসহ একটি বুথ স্থাপন করেছে। এ দুর্যোগকালীন পরিস্থিতিতে, ইউনিমার্টের গুলশান ২ (সড়ক ৯০, গুলশান ২, ঢাকা ১২১২) এবং ধানমন্ডি আউটলেট (বাড়ি ৮০, সড়ক ৬/এ, ধানমন্ডি, ঢাকা ১২০৫) থেকে ক্রেতারা স্যামসাং ডিভাইস ক্রয় করতে পারবেন।

ক্রেতাদের জন্য কোভিড-১৯ এর সময়ে স্যামসাংয়ের নেয়া বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে, স্যামসাং বাংলাদেশ চালু করেছে galaxyshpbd.com। স্যামসাংয়ের সকল অফিশিয়াল স্মার্টফোন ও ট্যাবলেটের অনলাইন অর্ডার করা যাচ্ছে এই প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার দেশজুড়ে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি করা হবে।

উল্লেখ্য, ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইউনিমার্ট। এটি দেশের বৃহত্তম সুপারশপগুলোর মধ্যে অন্যতম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button