জাতীয়লিড নিউজ

করোনায় দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭৭৫ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১৮৮৮ জনের। একই সময় দেশে আরও ৩ হাজার ৭৭৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। ২৪ ঘন্টায় মোট পরীক্ষা হয়েছে ১৭৮৭৫ টি। এ নিয়ে মোট পরীক্ষা হয়েছে ৭৮৪৩৮৫ টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪  জন।

বুধবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের বেশি। মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই। তবে ৫৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button