আন্তর্জাতিক

মালিতে সরকারবিরোধী বিক্ষোভে দুদিনে নিহত ৩, আহত ৭৪

মালির রাজধানী বামাকোতে দুদিনের সহিংস বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে তিন এবং কমপক্ষে ৭৪ জন আহত হয়েছেন বলে শনিবার দুপুরে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ সিনহুয়াকে জানিয়েছে।

বিক্ষোভকারীরা দেশের জাতীয় পরিষদে  প্রবেশের চেষ্টাকালে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীদের সংগঠক এম ৫-আরএফপি বলেন, ৫ জুনের আন্দোলনের পর থেকে শুক্রবার রাতে ও শনিবার বিক্ষোভকারীদের অন্তত ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত এক বার্তায় মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকা সহিংসতার  জন্য দুঃখ প্রকাশ করেন এবং বিক্ষোভকারীদের সাথে তার ‘সংলাপ চালিয়ে যাওয়ার ইচ্ছা’ কথা জানান।

তিনি দেশের উত্তেজনা লাঘব করে সংকট নিরসনের জন্য একাধিক প্রস্তাব দিয়েছেন, তবে বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করেছে এবং তার পদমর্যাদায় প্রধানমন্ত্রীর নিয়োগ এবং কেইটাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার থেকে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে দেশটির রাজধানী কার্যত অচল হয়ে পড়ে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button