খেলা

ফিক্সিংয়ের গোপন তথ্য ফাঁস! ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে কলঙ্কের দাগ

ক্রিকেটে ফিক্সিংয়ের ঘটনা নতুন কিছু নয়! কিন্তু তাই বলে বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং? অবিশ্বাস্য হলেও সত্য! হ্যাঁ, এবার এমন তথ্যই ওঠে এলো সামনে। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে লেগে গেল কলঙ্কের দাগ।

বৃহস্পতিবার চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তিনি ওই বিশ্বকাপের সময়ই ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী। তাই তার কথা একেবারে ফেলে দেয়ার মতো নয়।

লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীর দাবি, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। ‘সিরিসা টিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিন্দানন্দা বলেন, ‘আমি আজ আপনাদের বলে দিচ্ছি, ২০১১ বিশ্বকাপের ফাইনালটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম, তখনও এটাই বিশ্বাস করতাম।’

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহিন্দানন্দা। তিনি আরও বলেন, ‘২০১১ সালে আমরা জিততে পারতাম। কিন্তু ম্যাচটি বিক্রি করে দেই। আমার মনে হচ্ছে, এটা নিয়ে এখন বলা উচিত। আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না, তবে তখন কয়েকটা শাখা জড়িত ছিল।’

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচটি ৬ উইকেটে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছে শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনিও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সন্দেহের আঙুল তুলেছিলেন বছর তিনেক আগে।

২০১৭ সালের জুলাইয়ে রানাতুঙ্গা বলেন, ‘যখন আমরা হেরে যাই, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মনের মধ্যে একটা সন্দেহ জাগে। শ্রীলঙ্কার আসলে কি হয়েছিল, অবশ্যই ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তদন্ত করা উচিত।’

রানাতুঙ্গা ধারণা করেছিলেন, খেলোয়াড়রা নোংরা কিছুতে জড়িত। তিনি যোগ করেন, ‘আমি এখনই সবকিছু বলতে চাচ্ছি না। তবে একদিন বলব। অবশ্যই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।’

বিশ্বকাপের সেই ফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রানের লড়াকু সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। জবাবে দলের ব্যাটিং স্তম্ভ শচিন টেন্ডুলকারকে ১৮ রানেই হারিয়ে ফেলে ভারত। একটা সময় তারা পড়ে গিয়েছিল বিপদে। কিন্তু লঙ্কানদের বাজে বোলিং আর ফিল্ডিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মহেন্দ্র সিং ধোনির দল।

সেদিন লঙ্কান দলের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। রানাতুঙ্গা সরাসরি কিছু বলেননি। তবে এতদিন পর লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীই যখন এত জোর দিয়ে বলছেন, তদন্তের দাবি উঠতেই পারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button