শিক্ষাঙ্গন

পাঠদান কার্যক্রম বন্ধ করে ভ্রমনে গেলেন শিক্ষকরা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ করে ভ্রমনে গেলেন শিক্ষকরা। সোমবার (২ মার্চ) ওই স্কুলের শিক্ষকরা রংপুরের ভিন্ন জগতে ভ্রমনে যাওয়ার ফলে সোম ও মঙ্গলবার স্কুলে কোনো পাঠদান হয়নি। স্কুলে বার্ষিক পরীক্ষা ও এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়ে অতিরিক্ত ফি আদায় করে সেই টাকায় শিক্ষকদের ভ্রমনে যাওয়ার ঘটনায় এলাকার শিক্ষার্থী অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্বাধীন মিয়া নামের এক শিক্ষার্থী অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভ্রমনে যাওয়া উচিত ছিল। তা না করে শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত টাকাও নিল আবার পাঠদানও বন্ধ করে গেল। এর ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়বে।’ অভিভাবকরা আরো জানান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হয়েছে। স্কুল বন্ধ করে এভাবে শিক্ষকরা ভ্রমনে যেতে পারে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকল শিক্ষক ও ৫০জন এসএসসি পরীক্ষা অংশ গ্রহণ করা ছাত্রীদেরও নিয়ে এসেছি। দুইদিন মাত্র স্কুল বন্ধ ছিল।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল ইসলাম বলেন, ‘স্কুল বন্ধ শিক্ষকদের ভ্রমনে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি না নিয়ে থাকলে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button