শিক্ষাঙ্গন

খেলোয়াড়দের যাতায়াতের কারণে শাটলের শিডিউল বিপর্যয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। কিন্তু বিগত চার দিন থেকে অসহনীয় শিডিউল বিপর্যয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

অনেকের অভিযোগ, এমন শিডিউল বিপর্যয়ের কারণে অনেক সময় পরীক্ষাও মিস হয়ে যাচ্ছে। এই অসহনীয় শিডিউল বিপর্যয়ের পেছনে চট্টগ্রামে চলমান টেস্ট ম্যাচের খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টির কথা উল্লেখ করেন ফতেয়াবাদ স্টেশন মাস্টার নাহিদা হোসেন।

সরেজমিনে দেখা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) শিডিউল অনুযায়ী ২য় শাটল ট্রেন বটতলী স্টেশন থেকে সকাল ৮টায় ছেড়ে ক্যাম্পাসে পৌঁছার কথা ৯টায়। অথচ ৫০ মিনিট দেরি করে শাটল ছেড়েছে ৮.৫০ মিনেটে এবং ক্যাম্পাস পৌঁছায় প্রায় পৌনে ১০টায়। একটি ট্রেনের দেরির কারণে শিডিউল বিপর্যয়ে পড়ছে পরবর্তী ট্রেনগুলোও।

এমন শিডিউল বিপর্যয়ে একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, এসব শিডিউল বিপর্যয়ের কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। ঠিকঠাক মতো ক্লাসে উপস্তিত হতে পারছি না। অনেক সময় গুরুত্বপূর্ণ ক্লাস এমনকি টিউটোরিয়াল পরীক্ষাও মিস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আমাদেরকে এসব সম্পর্কে আগে অবগত করলে আমরা অন্য উপায়ে ক্লাসে যাওয়ার চেষ্টা করতাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, এমন শিডিউল বিপর্যয় বিষয়ে আমি অবগত নই। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে এ বিষয়ে কিছু অবগত করেনি।

এ দিকে ষোলশহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরীও খেলোয়াড়দের যাতায়াতের কারণের এমন বিপর্যয় বলে জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জানানো হয়েছে কী না আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button