সারাদেশ

সিংড়ায় ১৭১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নে বুধবার পুলিশ ১৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে। দুপুরে সাতপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসের কক্ষে এসব চাল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকায় খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) পরিবেশক মো. আসাদুজ্জামানকে আটক করেছে।

জানতে চাইলে সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল হোসেন বলেন, গোপনে সংবাদ পেয়ে পুলিশ আজ দুপুর ১২টার দিকে সাতপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসে অভিযান চালায়। সেখানে একটি কক্ষে খাদ্য অধিদপ্তরের ১৭১ বস্তা চাল পায় পুলিশ। এসব চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার করা চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। আটক হওয়া আসাদুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এ চাল ৬ এপ্রিল সিংড়া খাদ্যগুদাম থেকে সংগ্রহ করেছিলেন। এ চাল ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করার কথা ছিল। এর পরিমাণ পাঁচ মেট্রিক টন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button