লিড নিউজ

দারুণ ব্যাটিংয়ে লিটনের হাফ সেঞ্চুরি

তামিম আউট হওয়ার পর লিটন দাসের সঙ্গী হয়েছিলেন সাকিব। দুজনে দেখেশুনে দলকে এগিয়ে নিতে থাকেন। জুটিতে ৪৫ রান আসতে ফের ছন্দপতন। ক্রমেই জমে ওঠা জুটিতে ভাঙন ধরান রশিদ খান।

তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৩৬ বলে ২ চারে ২০ রান করা সাকিব আল হাসান। ১৫.২ ওভারে ৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন। লিটনের সঙ্গী হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ মুশফিক আজ সাবলীল খেলছিলেন।  ২৫তম ওভারে নবীর তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে  ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। এতে তার সময় লেগেছে ৬৫ বল, মেরেছেন ৮টি চার।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তামিম ইকবাল এবং লিটন দাস দুজনেই সাবলীল খেলছিলেন। ফরিদকে চোখ ধাঁধানা বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন লিটন। হাতে  প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে আসে ৩১ রান। জুটি যখন জমে উঠেছে, দলীয় ৩৮ রানে ঘটে ছন্দপতন। সেই ফজলহক ফারুকীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ২৪ বলে ১২ রান করা তামিম। বাংলাদেশের স্কোর ২৫ ওভারে ২ উইকেটে ১৩২ রান।

উইনিং কম্বিনেশন ধরে রেখে প্রথম ম্যাচের একাদশ নিয়েই নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান একাদশে এসেছে তিনটি পরিবর্তন।  ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবদিন নইবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button