বিজ্ঞান ও প্রযুক্তি

এয়ারবাডস নিয়ে অ্যাপলের নতুন চমক

তৃতীয় প্রজন্মের প্রো সংস্করণের ওয়্যারলেস এয়ারবাডস আনছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চলতি মাসেই প্রতিষ্ঠানটি এয়ারবাডস প্রো আনার ঘোষণা দেবে বলে জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম চায়না ইকোনোমিক ডেইলি।

এয়ারবাডসের এই সংঙ্করণে থাকছে নতুন চমক। প্রোতে থাকবে নয়েজ ক্যান্সেলিং ও ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার। তবে ওয়ারলেস এয়ারবাডসে নয়েজ ক্যান্সেলিং ফিচারটি প্রথম নয়। এর আগেও সনির ডাব্লিউ-১০০০ এক্সএম৩ এ ফিচারটি দেখা গেছে।

এছাড়া এটিতে রয়েছে নতুন এইচ এক চিপ। হাতের স্পর্শ ছাড়াই চালু হবে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি। এয়ারবাডসটি নতুন মেটাল ডিজাইনের জন্য গরমও কম হবে।

ওয়্যারলেস কেসসহ দ্বিতীয় প্রজন্মের এয়ারবাডস এর দাম ছিলো ১৯৯ ডলার। নন-ওয়্যারলেস চার্জিং কেইসসহ দাম ছিলো ১৫৯ ডলার। নতুন সংস্করণে ওয়ারলেস এয়ারবাডস প্রো-এর দাম হবে ২৬০ ডলার (২১ হাজার ৮৪০ টাকা)।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button